ডাকঘরঃ চরগোলাবাড়ী, উপজেলাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর, EIIN: 110021

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় “মেধাবৃত্তি” এবং “সাধারণ বৃত্তি” প্রদানের তালিকা প্রকাশ। অত্র বিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটের কাজ চলমান আছে ১০ম শ্রেণির নির্বাচনি পরীক্ষা/২০২৩ ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) রেজিস্ট্রেশন প্রসঙ্গে

President Message

মোঃ জুলফিকার আলী বাবুল

সভাপতি

আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। ৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয় একটি সুনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস রয়েছে। যখন এই এলাকায় কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি, তখন মানুষের ব্যাপক প্রয়োজনে কতিপয় মহৎ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল। আমি গর্ববোধ করি আমিও এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি সভাপতির দায়িত্বে আছি।প্রতিষ্ঠানটি দীর্ঘ পরিক্রমায় অনেক চড়ায়–উৎরায়ের মধ্যে দিয়ে আজ এখানে এসে পৌঁছেছে ।

আমি সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে নিরন্তন কাজ করে চলেছি।মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আজম এম.পি. মহোদয় ও আমার বড় ভাই জনাব মোঃ জহুরুল হক কমিশনার, দূর্নীতি দমন কমিশন এর সার্বিক সহযোগীয়তায় শিক্ষার মান উন্নয়নে ব্যপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে এম.পি. মহোদয় সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে কিছু প্রত্যাশা পূরণ হয়েছে এবং কিছু অল্প সময়ের মধ্যে পূরণ হবে বলে আমার বিশ্বাস। আমি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসাবে দীর্ঘকাল থেকে এই প্রতিষ্ঠানকে একটি সর্বোচ্চ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তোলার স্বপ্ন লালন-পালন করি । সরকার যে আধুনিক বিশ্বমানের শিক্ষা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে তারও একধাপ এগিয়ে এই প্রতিষ্ঠান যেন একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি হয় তাই এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি ।

Head Teacher Message

মোঃ হেলালুল ইসলাম

প্রধান শিক্ষক

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

Our School History

জনাব মোঃ রুস্তম আলী সরকার, চেয়ারম্যান, ৫নং জোড়খালী ইউনিয়ন পরিষদ, মাদারগঞ্জ, জামালপুর। তিনি ১৯৭২ খ্রিঃ ৩০ অক্টোবর চরগোলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণকে ডেকে একটি সাধারণ সভার আহবান করেন এবং তিনি উপস্থাপন করেন যে, আমাদের ইউনিয়নে কোন উচ্চ বিদ্যালয় নাই বিধায় চরগোলাবাড়ীতে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করা যায় কিনা এ ব্যাপারে তাহার মত- বিনিময় করেন ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এমতাবস্থায় অত্র এলাকা যথা- চরগোলাবাড়ী, রামচন্দ্রপুর, কুকুরমারী, কলাদহ, খামারমাগুড়া, হাটমাগুড়া, আতামারী, জোড়খালী, জামদহ, ফুলজোড়, খিলকাটি, বেড়া, বেতাগাঁ, দিঘলকান্দী এর সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে জনাব মোঃ রুস্তম আলী সরকার সাহেবের সভাপতিত্বে চরগোলাবাড়ীতে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। উক্ত সভা আয়োজনের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন জনাব আতাহার হোসেন তরফদার, জনাব জয়েন উদ্দিন প্রামানিক, জনাব মোঃ কুব্বাত আলী মুন্সী, জনাব মোঃ সেকান্দর আলী আকন্দ, জনাব মোঃ সিরাজুল হক মাষ্টার, জনাব মোঃ ইউসুফ আলী মন্ডল, জনাব মোঃ কলিম উদ্দিন সরকার, জনাব মোঃ মফিজ উদ্দিন মন্ডল, জনাব মোঃ ছরোয়ার মাষ্টার, জনাব মোঃ আঃ রহিম উদ্দিন সরকার, জনাব মোঃ ডা: খাদেমুল ইসলাম, জনাব মোঃ আশরাফ হোসেন মাষ্টার প্রমূখ ব্যক্তি গণ। এরপর ০১ নভেম্বর ১৯৭২ খ্রিঃ তারিখে জনাব মোঃ রুস্তম আলী সরকার সাহেবের সভাপতিত্বে এবং জনাব করিমুজ্জামান তালুকদার এম.পি সাহেবের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হইল যে, ৫নং জোড়খালী ইউনিয়নে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় অত্র এলাকার গরীব ছেলে মেয়েদের লেখা পড়ার সুবিধার্থে শীঘ্রই ইউনিয়নের মধ্যবর্তী চরগোলাবাড়ী গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম প্রস্তাবের প্রেক্ষিতে চরগোলাবাড়ী গ্রামের অধিবাসী জনাব মোঃ আতাহার হোসেন তরফদার সাহেব স্বেচ্ছাই প্রনোদিত হইয়া উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠাকল্পে ৩৩ শতাংশ জমি ও নগদ ৫০০০/= (পাঁচ হাজার) টাকা দান করার প্রতিশ্রুতি দেন। অতএব উপস্থিত জনগণ আনন্দিত চিত্তে প্রস্তাবটি গ্রহণ করেন। আবার একই সঙ্গে একই গ্রামের মোঃ ঘেতা  প্রামানিক, জনাব মোঃ আশেক মাহমুদ প্রামানিক, জনাব মোঃ জয়েন উদ্দিন প্রামানিক, জনাব মোঃ সিরাজুল হক প্রামানিক মহোদয়গণ সহ জনাব মোঃ আতাহার হোসেন তরফদার মহোদয় কর্তৃক প্রতিশ্রুতি জমির সংলগ্ন এক একর জমি দানের প্রতিশ্রুতি দেন। অতএব উপস্থিত জনগণ আনন্দিত চিত্তে প্রস্তাবটি গ্রহণ করেন। এরপর পরবর্তীতে জনাব মোঃ আব্দুল হামিদ মাষ্টার সাহেব আরো এক একর জমি এবং জনাব মোঃ আব্দুস ছামাদ সাহেব উক্ত প্রতিষ্ঠানে ৪৫ শতাংশ জমি দান করেন। ০৩ নভেম্বর ১৯৭২ খ্রিঃ তারিখে জনাব মোঃ রুস্তম আলী সরকারের সভাপতিত্বে আর একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে প্রস্তাব গৃহীত হয় যে, আগামী ১০ নভেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে উচ্চ বিদ্যালয়টির ভিত্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জনাব মোঃ জয়েন উদ্দিন প্রামানিক সাহেবের প্রস্তাবে জনাব মোঃ আতাহার হোসেন তরফদার সাহেবের স্ত্রী মোছাঃ জাহানারা বেগমের নাম অত্র ইউনিয়নের নামের সাথে সংযুক্ত করে উচ্চ বিদ্যালয়টি “৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়” নামে নামকরণ করা হয়। অতঃপর ০১ জানুয়ারী ১৯৭৩ খ্রিঃ তারিখে জনাব মির্জা জহুরুল হক কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনিত করে ৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু করা হয়। এরপর জনাব মোঃ আব্দুস ছাত্তার সাহেব ০১ মার্চ ১৯৭৩ খ্রিঃ তারিখে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ রুস্তম আলী সরকার সাহেবের নিরলস প্রচেষ্টা ও ঐকান্তিক ইচ্ছায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবগের্র সহযোগিতায় ০১ জানুয়ারি ১৯৭৩ খ্রিঃ তারিখে “৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়টি” সরকারী স্বীকৃতি প্রাপ্ত হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। অত্র বিদ্যালয় হইতে ১৯৭৫ সালে সর্বপ্রথম এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই এবং কয়েক বছরের মধ্যেই ভৌত অবকাঠামো নির্মাণ সহ শিক্ষায়, খেলা ধুলায় ও সকল দিক দিয়ে জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অত্র বিদ্যালয়টি জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার মধ্যে এস,এস,সি পরীক্ষার ফলাফলে কয়েক বার প্রথম স্থান অধিকার লাভ করে। বর্তমান বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন। প্রতিবছর জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় জি.পি.এ- ৫ সহ এবং জুনিয়র বীত্তি পরীক্ষায় সাফল্য জনক ফলাফল অর্জন করিয়া আসিতেছে। যাহার প্রেক্ষিতে ১৯৯৪ সালে ৭৫ ফুট বিল্ডিং সরকার কর্তৃক নির্মিত হয়। ১৯৯৯ সালে মাদারগঞ্জ, উপজেলার মধ্যে সর্ব প্রথম ৫নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয় ২য় তলা বিল্ডিং মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আজম এম.পি. মহোদয় সরকার কর্তৃক নির্মাণ করে উপজেলার মধ্যে বিশেষ সুনাম অর্জন করেন এবং ২০১৮-১৯ অর্থ বছরে মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আজম এম.পি. মহোদয়ের সুপারিশে ও মরহুম রুস্তম আলী সরকারের সুযোগ্য ছেলে জনাব জহুরুল হক কমিশনার, দূর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় অত্র বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের কাজ চলমান। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে এই অনগ্রসর জনপদে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা দুরুহ হলেও যাদের ঐকান্তিক প্রচেষ্টার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যার নিরলস প্রচেষ্টার মাধ্যমে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তাহার সুযোগ্য ছেলে জনাব মোঃ জুলফিকার আলী বাবুল সাহেব ২৪ জুন ২০১৬ সালে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমনে  বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্য যারা তারা হলেন জনাব মোঃ আব্দুল খালেক দাতা সদস্য, জনাব মোঃ জাহিদ হাসান শিক্ষক প্রতিনিধি, জনাব মোঃ সামিউল ইসলাম শিক্ষক প্রতিনিধি, রোয়েনা নাছরিন শিক্ষক প্রতিনিধি, জনাব মোঃ রফিকুল ইসলাম সুন্দর আলী অভিভাবক সদস্য, জনাব মোঃ হারুন অর রশিদ অভিভাবক সদস্য, জনাব মোঃ আজিজুর রহমান গাজী অভিভাবক সদস্য, জনাব মোঃ সাকুয়াত হোসেন অভিভাবক সদস্য, আরিফা খাতুন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, জনাব মোঃ সাইফুল ইসলাম কো-অপ্ট সদস্য। অত্র বিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষক-কর্মচারী মহোদয়গণের পরিচিতি,

Follow us on Facebook

School Event-Test Exam

Days
Hours
Minutes
Seconds

স্মার্ট বাংলাদেশ কুইজ-২০২৩

আমাদের সম্পর্কে মতামত

Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next